ভাবছেন আমিও ধূমপান করিনা, আমার স্বামীও করেনা তাহলে তো কোন সমস্যা নেই। হয়তোবা। কিন্তু শুধুমাত্র প্রত্যক্ষ ধূমপানই নয় পরোক্ষ ধূমপানও আপনার সন্তানের ক্ষতিসাধন করতে পারে।
সাংসারিক জীবনের সবচেয়ে সুখকর মুহূর্তের কথা যদি বলতে হয় তাহলে সবাই কোন দ্বিধা ছাড়াই বলে উঠবেন প্রথম সন্তানের জন্ম। এ যেন প্রকৃতির দেওয়া সবচেয়ে বড় এবং অকৃত্রিম উপহার। কিন্তু গর্ভাবস্থায় ধূমপান আপনার কাছ থেকে আপনার এই কলিজার টুকরা উপহারটি কেড়ে নিতে পারে।